Sunday, April 26, 2020

সে ব্যক্তি মুমিন নয় যে নিজে তৃপ্তি সহকারে আহার করে, অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে॥

Monday, April 20, 2020

শাইখ থানভী রাহিমাহুল্লাহ বলেন-

'নিঃসন্দেহে স্বামী স্ত্রীর অভিভাবক; কিন্তু সাথে সাথে পরস্পর বন্ধুত্বের সম্পর্কও রয়েছে। ব্যবস্থাপনার ক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্তগ্রহণে তিনি অভিভাবক; কিন্তু আচরণে পারস্পরিক বন্ধুর মতাে। তাই দুজনের সম্পর্ক এরূপ নয় যেরূপ মুনিব ও চাকরের সম্পর্ক। এর উদাহরণ হলাে—দু-বন্ধু কোথাও সফরে যাচ্ছে, একজন অপরজনকে আমীর বানিয়ে নিল। তাে এখানে স্বামী এই হিসেবে আমীর যে, জীবনের সকল সিদ্ধান্তগ্রহণে সে দায়িত্বশীল; কিন্তু এর অর্থ এটা নয় যে, সে ব্যবহার করবে যেমন ব্যবহার করা হয় গােলাম ও চাকরদের সাথে; বরং এ বন্ধুত্বের কিছু আদব ও আবেদন আছে। সে সকল আদব ও আবেদনের মাঝে কিছু সূক্ষ্ম ও স্পর্শকাতর বিষয়ও আছে তবে তা স্বামীর অভিভাবক হওয়ার প্রতিবন্ধক নয়।'

বই: মেঘ রোদ্দুর বৃষ্টি
সমকালীন প্রকাশন

Sunday, April 19, 2020

হে বোন জান্নাত তোমার প্রতীক্ষ্ণায়...

এই বই টি আমার বিক্রয় করে থাকি
    প্রোয়জনে যোগা যোগ করুন       
  মাকতাবাতুর রায়হান মেলান্দহ    
         বাজার জামাল পুর       
   হে বোন জান্নাত তোমার প্রতীক্ষ্ণায়

Saturday, April 18, 2020

কওমি মাদরাসার ছাএ এবং স্কুল-পড়ুয়াদের জন্য ফায়দা দিবে।আপনি লেখালেখি করুন বা না করুন।বাংলা সম্পর্কে জানা, এবং পড়া আপনাকে প্রকৃত     বাঙালি মুসলিমের কাতারে  শামিল করবে।আসুন,         বইটি হাতে নিয়ে দেখি।

আমাদের গ্রুপে জয়েন্ট করুন.

দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভের দু‘আ

رَبَّنَاۤ اٰتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَّفِي الْاٰخِرَةِ حَسَنَةً وَّقِنَا عَذَابَ النَّارِ

রব্বানাা আাতিনাা ফিদ দুনইয়াা হাসানাতাওঁ ওয়াফিল আাখিরাতি হাসানাতাওঁ ওয়াক্বিনাা ‘আযাাবান নাার।

অর্থ: হে পরওয়ারদেগার! আমাদিগকে দুনিয়াতেও কল্যাণ দান করো এবং আখেরাতেও কল্যাণ দান করো এবং আমাদিগকে দোযখের আযাব থেকে রক্ষা করো।

(সূরা বাক্বারাহ আয়াত:২০১)

গ্রুপে জয়েন্ট করুন.

প্রেমর বয়স

*প্রেমর নিদিষ্ট কোন বয়স নেই। তবে সাধারণত প্রেম যৌবন কাল থেকে শুরু হয়।এজন্য বলা হয় "প্রেম যৌবনের ধর্ম।  "সে কারণে বয়ঃসন্ধির সময় থেক...