শাইখ থানভী রাহিমাহুল্লাহ বলেন-
'নিঃসন্দেহে স্বামী স্ত্রীর অভিভাবক; কিন্তু সাথে সাথে পরস্পর বন্ধুত্বের সম্পর্কও রয়েছে। ব্যবস্থাপনার ক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্তগ্রহণে তিনি অভিভাবক; কিন্তু আচরণে পারস্পরিক বন্ধুর মতাে। তাই দুজনের সম্পর্ক এরূপ নয় যেরূপ মুনিব ও চাকরের সম্পর্ক। এর উদাহরণ হলাে—দু-বন্ধু কোথাও সফরে যাচ্ছে, একজন অপরজনকে আমীর বানিয়ে নিল। তাে এখানে স্বামী এই হিসেবে আমীর যে, জীবনের সকল সিদ্ধান্তগ্রহণে সে দায়িত্বশীল; কিন্তু এর অর্থ এটা নয় যে, সে ব্যবহার করবে যেমন ব্যবহার করা হয় গােলাম ও চাকরদের সাথে; বরং এ বন্ধুত্বের কিছু আদব ও আবেদন আছে। সে সকল আদব ও আবেদনের মাঝে কিছু সূক্ষ্ম ও স্পর্শকাতর বিষয়ও আছে তবে তা স্বামীর অভিভাবক হওয়ার প্রতিবন্ধক নয়।'
বই: মেঘ রোদ্দুর বৃষ্টি
সমকালীন প্রকাশন


No comments:
Post a Comment