ভালোবাসা ভালোবাসি
এক.
আরিফ আজাদ
...........................................................................................
মুআয ইবনু জাবাল রাযিয়াল্লাহু আনহু ছিলেন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অত্যন্ত প্রিয় একজন সাহাবি। নবিজি তাকে এত পছন্দ করতেন যে, কোথাও যাওয়ার সময় মুআয রাযিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে নিজের বাহনে চেপে বসতেন।
একদিন মুআয রাযিয়াল্লাহু আনহুর হাত ধরে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, মুআয, আল্লাহর শপথ আমি তোমাকে ভালোবাসি।[১]
নবিজি ভালোবাসেন মুআয রাযিয়াল্লাহু আনহুকে। যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাছাই করেছেন মানবতার দূত হিশেবে, গোটা সৃস্টি-জগতের জন্য যাকে রহমত হিশেবে পাঠানো হয়েছে, সপ্ত আসমানের ওপারে ডেকে নিয়ে যার সাথে সাক্ষাৎ করেছেন স্বয়ং বিশ্ব জাহানের অধিপতি -সেই মহা-মানব যখন কারো হাত ধরে বলেন, 'আমি তোমাকে ভালোবাসি ',একবার ভাবুন `তো একজীনের সেই প্রাপ্তিটা তখন কত বিশাল হয়ে দাঁড়ায়?
মুআয রাযিয়াল্লাহু আনহু সম্মানিত সেই মহা-সৌভাগ্যবানদের একজন!
............................................................................................
[১]সুনানু আবি দাউদ :১৫২২;মুসানাদু আহমাদ :২২১২৬;
আল-আদাবুল মুফরাদ :৬৯০