Friday, May 20, 2022

বই : বিভ্রম- যে জালে সহস্র হারিয়েছে ঈমান

 তিনি উপলব্ধি করতে পারেন, ইসলাম কারো পৈতৃক সম্পত্তি নয় যে, জন্মসূত্রে মুসলিম হলেই কেউ জান্নাতে চলে যাবে। ইসলাম স্রষ্টা প্রদত্ত একমাত্র জীবনবিধান, যা মেনে না চললে বা স্রষ্টার নিকট আত্মসমর্পণ না করলে যেকেউ-ই স্রষ্টার অবাধ্যতা করার কারণে জাহান্নামে যাবে। মুসলিম পরিবারে জন্ম নেয়া ব্যাক্তিটিও। তাই তিনি বাড়ি ফিরে ইসলাম সম্পর্কে আরো অধ্যয়ন করতে শুরু করেন।


বই : বিভ্রম- যে জালে সহস্র হারিয়েছে ঈমান

লেখক : ইয়ামিন সিদ্দিক নিলয়

প্রকাশনায় : রাইয়ান প্রকাশন

1 comment:

প্রেমর বয়স

*প্রেমর নিদিষ্ট কোন বয়স নেই। তবে সাধারণত প্রেম যৌবন কাল থেকে শুরু হয়।এজন্য বলা হয় "প্রেম যৌবনের ধর্ম।  "সে কারণে বয়ঃসন্ধির সময় থেক...