তিনি উপলব্ধি করতে পারেন, ইসলাম কারো পৈতৃক সম্পত্তি নয় যে, জন্মসূত্রে মুসলিম হলেই কেউ জান্নাতে চলে যাবে। ইসলাম স্রষ্টা প্রদত্ত একমাত্র জীবনবিধান, যা মেনে না চললে বা স্রষ্টার নিকট আত্মসমর্পণ না করলে যেকেউ-ই স্রষ্টার অবাধ্যতা করার কারণে জাহান্নামে যাবে। মুসলিম পরিবারে জন্ম নেয়া ব্যাক্তিটিও। তাই তিনি বাড়ি ফিরে ইসলাম সম্পর্কে আরো অধ্যয়ন করতে শুরু করেন।
বই : বিভ্রম- যে জালে সহস্র হারিয়েছে ঈমান
লেখক : ইয়ামিন সিদ্দিক নিলয়
প্রকাশনায় : রাইয়ান প্রকাশন
মাশাআল্লাহ
ReplyDelete