Friday, December 21, 2018
আল-আমিন : ফার্সি সাহিত্যে একটি প্রবাদ আছে— ‘সাতজন কবির সাহিত্যকর্ম রেখে যদি বাকি সাহিত্য দুনিয়া থেকে মুছে ফেলা হয়, তবু ফার্সি সাহিত্য টিকে থাকবে। এই সাতজন কবির অন্যতম শেখ সাদী।’ ফার্সি গদ্যের জনক মহাকবি শেখ সাদী দীর্ঘদিন ধরেই বাংলাভাষী পাঠকের কাছে অতি প্রিয় কবি। শুধু বাঙালিই নয় বিশ্বজুড়ে তিনি অত্যন্ত সমাদৃত। উল্লেখিত ১৫টি উপদেশ তাঁরই। যেগুলো আপনার জীবনকে বদলে দিতে পারে!
১. মুখের কথা হচ্ছে থুথুর মতো, যা একবার মুখ থেকে ফেলে দিলে আর ভিতরে নেয়া সম্ভব নয়; তাই কথা বলার সময় খুব চিন্তা করে বলা উচিত।
২. অকৃতজ্ঞ মানুষের চেয়ে কৃতজ্ঞ কুকুর শ্রেয়।
৩. আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, তার পরেই ভয় পাই সেই মানুষকে যে আল্লাহকে মোটেই ভয় পায় না।
৪. কিছু মানুষ এমনভাবে জীবনযাপন করে যেন কখনো মরতে হবে না, আবার এমনভাবে মরে যায় যেন কখনো বেঁচেই ছিল না।
৫. হিংস্র বাঘের উপর দয়া করা নিরীহ হরিণের উপর জুলুম করার নামান্তর।
৬. যে সৎ, নিন্দা তার কোন অনিষ্ট করতে পারে না।
৭. প্রতাপশালী লোককে সবাই ভয় পায় কিন্তু শ্রদ্ধা করে না।
৮. দেয়ালের সম্মুখে দাঁড়িয়ে কথা বলার সময় সতর্ক হয়ে কথা বলো। কারন, তুমি জানো না দেয়ালের পেছনে কে কান পেতে দাঁড়িয়ে আছে।
৯. তিনজনের নিকট কখনো গোপন কথা বলিও না: (ক) স্ত্রী লোক (খ) জ্ঞানহীন মূর্খ (গ) শত্রু।
১০. মন্দ লোকের সঙ্গে যার উঠাবসা, সে কখনো কল্যানের মুখ দেখবে না।
১১. দুই শত্রুর মধ্যে এমন ভাবে কথাবার্তা বল, তারা পরস্পরে মিলে গেলেও যেন তোমাকে লজ্জিত হতে না হয়।
১২. বাঘ না খেয়ে মরলেও কুকুরের মতো উচ্ছিষ্ট মুখে তুলে না।
১৩. ইহকাল-পরকালে যাহা আবশ্যক তাহা যৌবনে সংগ্রহ করিও।
১৪. কোন কাজেই প্রমাণ ছাড়া বিশ্বাস করিও না।
১৫. অজ্ঞের পক্ষে নীরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা, এটা যদি সবাই জানত তাহলে কেউ অজ্ঞ হত না।
মূল সংবাদটি পড়ুন
Subscribe to:
Post Comments (Atom)
প্রেমর বয়স
*প্রেমর নিদিষ্ট কোন বয়স নেই। তবে সাধারণত প্রেম যৌবন কাল থেকে শুরু হয়।এজন্য বলা হয় "প্রেম যৌবনের ধর্ম। "সে কারণে বয়ঃসন্ধির সময় থেক...
-
শাইখ থানভী রাহিমাহুল্লাহ বলেন- 'নিঃসন্দেহে স্বামী স্ত্রীর অভিভাবক; কিন্তু সাথে সাথে পরস্পর বন্ধুত্বের সম্পর্কও রয়েছে। ব্যবস্থাপনার...
-
ইমাম খতিব ও বক্তাদের জন্য ওয়াজ,খুতবা ও বয়ান বিশ্বকোষ ১৬ খন্ডে সমাপ্ত হাদিয়া ৫২০০৳
-
'বেলা ফুরাবার আগে 'বইয়ের দ্বিতীয় কিস্তি এবার ভিন কিছু হোক আরিফ আজাদ ................................................................
ok
ReplyDelete